বৃহস্পতিবার দিনগত রাত ০৪:৩০ মিনিটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০ টি মুদি মনোহরি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ভস্মিভূত হয়েছে।
আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের লোকজন চিৎকারে শত শত মানুষ জড়ো হয়ে-স্থানীয় সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিসকে জানালে তাদের দুটি ইউনিট এসে স্থানীয়দের সহোযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ধারনা করা হয় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা। ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা মোদী পন্য সামগ্রি ক্রয় করে রেখেছিল বিক্রির জন্য। অগ্নিকাণ্ডের খবর শুনে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন, এবং সরকারি সহায়তা দেওয়ার জন্য আশ্বাস প্রদান করেন।
ক্ষতিগ্রস্তরা হলেন-যথাক্রমে, জাকির মৃধা, মোজাফফর খন্দকার, রবি পাল, মোহাম্মদ জাকির হাওলাদার, মফিদুল মুসল্লী, শ্যামল পোদ্দার, সালাম সরদার, মজিবুর রহমান, দেবা বণিক, বাবুল প্যাদা,সহ আরো অনেকে। এছাড়াও চিকনিকান্দী ইউনিয়নের বিলকচুয়া ও গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া এলাকায়ও অগ্নিকাণ্ডে কয়েকটি ঘর পুরে ছাই হয়েছে বলেও জানাযায়।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :