জামালপুরের সরিষাবাড়ীতে আকতারা বেগম (৪২) চার কন্যা সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য স্বামী শান্ত মিয়াকে চারজনকে আটক করেছে থানা পুলিশ।
সরিষাবাড়ী থানা পুলিশ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পোগলদীঘা ইউনিয়নের গাছ বয়ড়া গ্রামের আব্দুর রশিদ ছেলে শান্ত মিয়া ও একই ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত সফর আলী মন্ডলের মেয়ে আকতারা বেগমের বিয়ে হয়। সংসারে তাদের ঘরে চারটি কন্যা সন্তান জন্ম নেয়। তন্মধ্যে তিনটি মেয়ে বিয়ে দিয়েছেন। হঠাৎ গত বৃহস্পতিবার স্বামীর বাড়ি গাছবয়ড়া থেকে আকতারা বেগমকে খোজে পাওয়া যাচ্ছে না। নিহতের স্বামী শান্ত মিয়াসহ পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও তাকে না পেয়ে বাড়ি ফিরে যায়। পরে শুক্রবার সকালে আকতারা বেগমের বাবার বাড়ি চকপাড়ায় বাড়ির পিছনে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আকতারা বেগমের পা মাটিতে স্পর্শ করে একটি ছোট চিকন গাছের সাথে যেভাবে ফাঁস নিয়েছে, তা দেখে এলাকাবাসী মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :