পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রথমবারের মত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বাহিনীর ৪০ জন ভাতাভোগী সদস্যদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো- ১ কেজি পোলাও চাল, লাচ্ছা সেমাই ২ প্যাকেট, সাধারণ সেমাই ২ প্যাকেট, গুঁড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডুলস ২ প্যাকেট, এবং ২০০ গ্রাম ঘি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলার আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা ঈদ উপহার সামগ্রী পেয়ে বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক মো. সামিউল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা মো. সবুজ হোসেন, উপজেলা সহকারী মহিলা আনসার প্লাটুন কমান্ডার মোছা. আজমিনা খাতুন, খানমরিচ ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার জাকারিয়া হোসেন, অষ্টমনিষা ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার হাসিনুর রহমান, ভাঙ্গুড়া ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার আলতাব হোসেন, সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর আলম, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন।
ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. মমতাজ মহল জানান, সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে প্রথমবারের মত আমরা উপজেলার ভাতাভোগী সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দিতে পেরেছি। এমন উদ্যোগ গ্রহণের জন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ধরনের উদ্যোগ অবশ্যই বাহিনীর সদস্যদের কার্যক্রমকে গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :