AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরা শ্রীপুরে শান্তিপূর্ণভাবে ভিজিএফ এর চাল বিতরণ


মাগুরা শ্রীপুরে শান্তিপূর্ণভাবে ভিজিএফ এর চাল বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর নির্দেশনায় ট্যাগ অফিসারগণের তত্বাবধানে মাগুরা জেলাধীন শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নেই শান্তিপূর্ণভাবে ভিজিএফ এর চাল বিতরণ সু-সম্পন্ন হয়েছে।


পবিত্র ইদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও হতদরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়। অসহায় পরিবারগুলো ঈদকে সামনে রেখে  ঈদ উপহার চাল পেয়ে তারা মহাখুশি।


সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে সর্বোমোট ৩০‍‍`হাজার ৩‍‍`শত ৯৬টি পরিবারের মাঝে প্রায় ৩‍‍`শত চার মেট্রিক টন চাল মাথাপিছু ১০ কেজি হারে প্রদান করা হয়েছে। সরকারিভাবে দুঃস্থদের জন্য বরাদ্ধকৃত এই চাল কোনভাবেই যাতে তসরুফ বা পাচার হতে না পারে সেক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে চাল বিতরণকালীন সময়ে প্রতিটি ইউনিয়নে ইউএনও‍‍`র মনোনিত একজন ট্যাগ অফিসার চাল বিতরণের সময় কেন্দ্রে সার্বক্ষনিক উপস্থিত থেকে ভিজিএফের চাল বিতরণ করেন।


বৃহস্পতিবার(২৭ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদর ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভূক্ত ৯টি ওয়ার্ডের ৪ হাজার ২‍‍`শত ৯৭টি পরিবারের সদস্যদের মাঝে এ চাল বিতরণ করা হয়। প্রখর সূর্যোতাপ আর তীব্র গরমকে উপেক্ষা করে কেন্দ্রে উপস্থিত হয়ে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ঈদ উপহারস্বরুপ এ চাল গ্রহন করেন ভূক্তভোগি পরিবারের সদস্যরা।


শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মিয়ার তত্বাবধানে ট্যাগ অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান নিজগুণে উপস্থিত থেকে   ইউপি সদস্য ও গ্রামপুলিশদের সহযোগিতায় এ চাল বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আশরাফ হোসেন পল্টু ও ইউপি সচিব মোঃ আলতাব হোসেন।

 

একুশে সংবাদ// এ.জে

Link copied!