AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুর-৪‍‍`এ ভাঙ্গায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৩নেতা এক মঞ্চে


ফরিদপুর-৪‍‍`এ ভাঙ্গায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৩নেতা এক মঞ্চে

ফরিদপুর-৪(ভাঙ্গা,সদরপুর,চরভদ্রাসন) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  মনোনয়ন প্রত্যাশী তিন নেতা একই মঞ্চে এক ব্যানারে, একই সাথে ইফতারের আয়োজন করেন। এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে।  

অনেকেই মন্তব্য করেছেন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম বাবুল হঠাৎ করে ভাঙ্গায় নির্বাচন করার ঘোষণা দিলে এরপর থেকেই কি এরা সকলে এক হয়েছেন, তারেক রহমানের দৃষ্টি পেতে?  নাকি তারা এ আসনে বিএনপি‍‍`র ঘাঁটি হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার উদ্যোগ নিয়েছেন? 

বৃহস্পতিবার (২৭ মার্চ) ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মারকাজ মাঠে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তার আশুআরোগ্য কামনায়  এই ইফতার ও দোয়া মাহফিলের  আয়োজন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি, ফরিদপুর জেলা বিএনপি‍‍`র যুগ্ন আহবায়ক, ফরিদপুর জজ কোর্টের পিপি, ফরিদপুর জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আলী আশরাফ নান্নু, বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন, মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জাতীয়তাবাদী জাসাসের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা ও আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি এম এম হোসাইন। 

ইফতার মাহফিল আয়োজন করেন ভাঙ্গা উপজেলার বিএনপির একাংশের  সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু বলেন,বিগত ১৫ বছর দেশ চালিয়েছে শেখ হাসিনা ও তার খালাতো ভাইয়েরা, নির্বাচন করেছেন আমি আর ডামি হিসেবে দিনের ভোট রাতে , কাউকে ভোট দিতে দেয় নাই, ভোট দিয়েছেন দিনের পরিবর্তে রাতে।

এই ১৫টি বছর আইনের শাসন ছিল না, মানুষের কথা বলার বাক স্বাধীনতা ছিল না, অন্যায় করতে করতে শেষ পর্যন্ত শিশু-কিশোরদের ধাওয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাসিনার বংশধররা।

তিনি বলেন, আমরা তৃণমূল থেকে উঠে এসেছি, জনগণের ভালোবাসা নিয়েই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি প্রশাসনকে স্পষ্ট বার্তা জানিয়ে দেন বিএনপিতে কোন চাঁদাবাজের স্থান নাই, দখলবাজের স্থান নাই, অস্ত্র বাজদের স্থান নাই, স্ট্যান্ডে অটো ভ্যান থেকে টাকা উঠাবে এই দায়ভার বিএনপি নেবেনা, আমার বাড়ি যেহেতু ভাঙ্গায়,  আমি বিএনপি‍‍`র ক্রান্তি লগ্নে মাঠে ছিলাম নিশ্চয়ই দল আমাকে সেই মূল্যায়ন করবে, তবে আমার নেতা তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। 

এদিকে বিশেষ  অতিথি হিসেবে মুঠোফোনে শাহরিয়ার ইসলাম শায়লা বলেন, বিগত ১৫টি বছর দলের দুর্দিনে মাঠে কারা ছিল? আমরা ছিলাম, মাঠে ময়দানে মিছিলে মিটিংয়ে, জীবন যৈবন শেষ করেছি দলের জন্য, প্রতিটি প্রোগ্রাম অক্ষর অক্ষরে পালন করেছি, আমার গর্ভের সন্তান অপ্রাপ্ত সময়ে প্রসব হয়েছে,শত শত ব্যাগ রক্ত ঝরিয়েছি রাজপথে, আর এখন দলের সুদিন, সেই সুদিনে অন্যরা এসে সেই সুফল ভোগ করবেন এটা আমরা কোন ভাবেই মেনে নেব না, ২০১৮ সালে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, দলের সিদ্ধান্তে আমি ছেড়ে দিয়েছিলাম, আমাকে আগামীতে দেওয়ার কথা ছিল আমি দলের একজন ত্যাগী নেতা, নিশ্চয়ই দল আমাকে সেই ত্যাগের মূল্য দেবে, আমার নেতা তারেক রহমানের কড়াবার্তা ত্যাগীরা আগে স্থান পাবে, সেই বাণী নিয়ে আমি এগিয়ে রয়েছি, বিগত সময়ে মাঠে ছিলাম আমি আর আলী আশরাফ নান্নু, তারপরেও দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। 

          

অন্যদিকে সাবেক ফরিদপুর-৪ আসনের এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফের উত্তরসূরি হিসেবে মাঠে নেমেছেন বিশিষ্ট শিল্পপতি এম এম হোসাইন, তিনি অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে তার বক্তব্যে বলেন, আমার শ্বশুরের ব্যাপক পরিচিতি ও প্রভাব রয়েছে ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসনে,  আমি প্রচার প্রচারণায় ব্যাপক সাড়া পেয়েছি, আমার শ্বশুরের সেই আদর্শ নিয়ে আমি মানুষকে খেদমত করার উদ্দেশ্য নিয়ে  রাজনীতিতে নেমেছি,  রাজনীতি করে চাওয়া পাওয়ার কিছু আমার নাই, ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য এবং বিএনপির ঘাঁটি হিসেবে দুর্গ গড়ে তুলতে চাই। আমি একটি পরিচ্ছন্ন রাজনীতির ময়দান গড়ে তুলতে চাই। 

 ইফতার ও দোয়া মাহফিলে ভাঙ্গা পৌর কৃষক দলের সাবেক সভাপতি ও ওয়ার্ড বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক আলম মুন্সির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, বিএনপি নেতা মুন্সি মনিরুজ্জামান, মুন্সি মিজানুর রহমান, মুন্সি তৈমুর লং, মুন্সী আলিমুজ্জামান লাভলু, কাজী নুরুজ্জামান বিল্লাল, মুন্সি পলাশ, ছাত্রদলের আহবায়ক সানজিদ ফেরদৌস নিশু প্রমূখ।

 

একুশে সংবাদ// এ.জে

Link copied!