রাজবাড়ীর গোয়ালন্দে রোজা ও নামাজের প্রতি শিশুদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে ১০ বছরের শিশু আব্দুল্লাহর আগ্রহকে উৎসাহিত করে গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। শিশুটি গোয়ালন্দ পৌরসভা ১নং ওয়ার্ড অলিমদ্দিন সরদার পাড়ার নাজমুল সরদারের ছেলে। তিন বছর যাবত শিশুটি রোজা রাখে ও দাদার হাত ধরে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করে।
তার এই আগ্রহ দেখে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান ও উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি আজম আহম্মেদ বৃহস্পতিবার সবে কদরের রাতে মডেল মসজিদ থেকে ওই শিশুর হাতে পুরস্কার হিসেবে জায়নামাজ টুপি তুলে দেন। এ সময় কামরুল ইসলাম কলেজের প্রভাসক হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন সহকারী অফিসার মোঃ টিপু সুলতান ওই শিশুর দাদা সাংবাদিক মেহেদুল হাসান আক্কাছসহ প্রায় শতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতী আজম আহম্মেদ বলেন, মাত্র চতুর্থ শ্রেণীর ছাত্র শিশু আব্দুল্লাহ প্রতিদিন রোজা রেখে আবার লম্বা সময় খতম তারাবিতে বড়দের সাথে সবার আগে হাজির থেকে আজ খতম শেষ পর্যন্ত নামাজ আদায় করেছে। এটা আশ্চর্য ও অত্যান্ত আনন্দের বিষয়। দোয়া করি নামাজ রোজার প্রতি ওর এই আগ্রহ অটুট থাকবে। ভবিষ্যতে অন্যান্য শিশুরা আগ্রহী হোক।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, শিশুকাল থেকেই ইবাদতের শিক্ষা অভ্যাস গড়ে ওঠা ভালো। তবে ওই শিশুটির আগ্রহ চমৎকার ও খুশির বিষয়।’
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :