রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলাধীন দৌলতদিয়া ইউনিয়নের সুনালী ফকির পাড়ার মৃত আনছার আলী মল্লিকের ছেলে হাবিবুর রহমান (৪৪) এবং মানিকগঞ্জ জেলার শিবালয় এলাকার মোঃ হারুন মোল্লার ছেলে সাইদুল মোল্লা (২৮)।
গোয়ালন্দঘাট থানার এসআই ফারুক হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলাধীন দৌলতদিয়া বাস টার্মিনালের পশ্চিম পাশে নৌ-পুলিশ ফাঁড়ির পেছনের পাকা রাস্তা থেকে তাদেরকে ৩০ পুরিয়া হেরোইন সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৯ মার্চ) দুপুরে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে রাজবাড়ীর পাঠানো হয়েছে।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :