AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের উদ্যোগে নিম্ন ও মধ্যবিত্ত ওলামাদের মাঝে নগদ অর্থ বিতরণ


ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের উদ্যোগে নিম্ন ও মধ্যবিত্ত ওলামাদের মাঝে নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের উদ্যোগে নিম্ন ও মধ্যবিত্ত ওলামাদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বিকাল ৩টায় জামিয়া ইসলামিয়া ভূজপুর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মাওলানা আবু তালেব সাহেব।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক সাংবাদিক মাওলানা আসগর সালেহী।

তিনি বলেন, "ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকলে কোনো বাতিল শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। ইতিহাস সাক্ষী, যখনই ওলামায়ে হক একসঙ্গে থেকেছেন, তখন সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আর বিভক্তির সুযোগে বাতিল শক্তি দখলদারি কায়েম করেছে। তাই আমাদের আরও ঐক্যবদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করতে হবে।"

তিনি আরও বলেন, "প্রবাসী ওলামারা দেশের উন্নয়ন এবং দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই আয়োজন তারই অংশ। আমাদের সমাজের ওলামায়ে কেরাম যেন দীন প্রচারে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে পারেন, সেজন্য প্রবাসীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ, আপনারা সবাই ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের দাতা সদস্যদের জন্য দোয়া করবেন"।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওলানা হামিদুল্লাহ বিন ইউসুফ, সহ সভাপতি মাওলানা হাবিবুল্লাহ দিদু, সন্ধীপ নগর মুহাম্মাদিয়া মাদরাকার মুহতামিম মাওলানা শিহাব উদ্দিন ও ক্রীড়া সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন।

সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রনেতা তারেকুল ইসলাম।

আয়োজকরা জানান, ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। নিম্ন ও মধ্যবিত্ত ওলামায়ে কেরামের পাশে দাঁড়াতে তারা দান-অনুদানের পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করবেন। বিশেষ করে প্রবাসী ওলামা ও দানশীল ব্যক্তিদের সহযোগিতায় এই সহায়তা কার্যক্রমকে টেকসই ও ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে পরিষদের।

এছাড়া, ওলামাদের শুধু আর্থিক সহায়তা নয়, তাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য কর্মসংস্থান সৃষ্টি, স্বনির্ভর প্রকল্প ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। আয়োজকরা সমাজের বিত্তবানদেরও এই মহতী উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।

 

 

একুশে সংবাদ// এ.জে

Link copied!