পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে তরুলতা রক্তদান সংগঠন ইফতার সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার সংগঠনটির স্বেচ্ছাসেবকরা গাইবান্ধা শহরের তিন গাছতলা মোড়, ডিবি রোড ও জুম বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। রোজাদারদের মাঝে ইফতার ও সমাজের অবহেলিত মানুষদের পাশে দাড়ানোই ছিল তাদের একমাত্র কাম্য। ইফতার হিসেবে সুবিধাবঞ্চিত মানুষদের হাতে খেজুর, পোলাও, মাংস সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণমাধ্যমকর্মী মো. আব্দুল মান্নান আকন্দ, সংগঠনের সভাপতি মুসফিক ফারহান সজিব, সহ-সভাপতি নূরী আরশি লিসা, সাধারণ সম্পাদক সাকিব রেজোয়ান রিফাতসহ স্বেচ্ছাসেবকগণ।
সংগঠনের সহ-সভাপতি নুরি আরশি লিসা বলেন, রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশের সময়ও বটে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যদি একজন মানুষকেও হাসি এনে দিতে পারে, সেটাই আমাদের সার্থকতা। ইফতার সামগ্রী পেয়ে অনেকে খুশি।
সংগঠনটির সভাপতি মুশফিকুর রহমান সজীব জানান, তরুলতা রক্তদান সংগঠন শুধু রক্তদান কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং মানবতার কল্যাণে নানা ধরনের সামাজিক কর্মকার্ন্ড পরিচালনা করে থাকেন। ভবিষ্যতেও তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :