ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় লাইলাতুল কদরের রাতে নামাজ আদায় করতে এসে সাহেব আলী (১০১) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোল্লা ফাউন্ডেশন জামে মসজিদে তার মৃত্যু হয়। তিনি ওই একই এলাকার বাসিন্দা।
তিনি ওই গ্রামের মরহুম মোহাম্মদ আলীর ছেলে। মৃত্যুকালে ৪ মেয়ে রেখে গেছেন।
সাহেব আলী কর্মজীবনে দীর্ঘদিন ঢাকায় দিনমজুর হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের নাতি জলিল জানান, মসজিদে আযান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করতে যান। ওযু শেষ করে দ্রুত মসজিদের ভেতরে প্রবেশ করলে। ঠিক তখনই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি, পরবর্তীতে মসজিদে আনুমানিক ৯ ঘটিকায় তার মৃত্যু হয়।
মিরার হাট মোল্লা ফাউন্ডেশন জামে মসজিদের ইমাম হাফেজ ইয়াহিয়া বলেন, সাহেব আলী এ মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন। আজ লাইলাতুল কদরের নামাজ আদায় করতে এসে মসজিদে তার মৃত্যু হয়, এটি খুবই ভাগ্যের ব্যাপার।
এ বিষয়ে রাজাপুর মডেল মসজিদের মোয়াজ্জেম মোসাদ্দেক বিল্লাহ এর সাথে কথা বললে তিনি বলেন, রমজান মাসে মৃত্যুবরণ করা ভাগ্যের ব্যাপার, আরো লাইলাতুল কদরের রাতে মৃত্যুবরণ করেছেন।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :