AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র‌্যাব


Ekushey Sangbad
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী
১০:৪৯ পিএম, ২৮ মার্চ, ২০২৫
নরসিংদীতে  মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র‌্যাব

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে নরসিংদীতে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে টহল ও তল্লাশী কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-১১। ঢাকা-সিলেট মহাসড়কের গুরত্বপূর্ণ স্থানগুলোতে রাতে বাড়ানো হয় এই নিরাপত্তা কার্যক্রম।

শুক্রবার (২৮ মার্চ) রাতে র‌্যাব-১১ সিপিএসসি, নরসিংদীর কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলমের নেতৃত্বে শিল্প এলাকা মাধবদীসহ, পাইকারী কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাট, বাগহাহাটা, বাসাইল ও রেলওয়ে স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম চালানো হয় ।

এসময় মেজর সাদমান ইবনে আলম সাংবাদিকদের বলেন, ‘মহাসড়কগুলোকে সাধারণ মানুষের চলাচলের জন্য নিরাপদ রাখতে র‌্যাব বছরজুড়েই চেকপোস্টে তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে এবারের ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ সময়ের ছুটির কারণে এ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মহাসড়কে কোনো যানবাহন বা যাত্রী যাতে ছিনতাই বা ডাকাতির কবলে না পড়েন, সে বিষয়টি বিশেষ গুরত্ব দিয়ে র‌্যাব নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চেকপোস্টে তল্লাশির পাশাপাশি র‌্যাবের গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে ।’


এছাড়া ঈদ পরবর্তী সময়ে কর্মমূখী মানুষ যখন কর্মে ফিরবের তখনও র‌্যাবের টহল-তল্লাশী চলমান রাখা হবে। র‌্যাবের এই কার্যক্রম শুরর পর থেকে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়ক যানজট মুক্ত রয়েছে। মহাসড়ক পুরোপুরি যানজটমুক্ত রাখতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের বিভিন্ন টিম একযোগে কাজ করছে।

 

একুশে সংবাদ// এ.জে

Link copied!