AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্যারেলো মুক্তি পেয়ে হাতকড়া হাতে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা


প্যারেলো মুক্তি পেয়ে হাতকড়া হাতে মায়ের জানাজায় ছাত্রলীগ নেতা

জামালপুরের মেলান্দহে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া হাতে মায়ের জানাযায় অঝড়ে কাঁদলেন ছাত্রলীগ নেতা বিজয় হাসান খান।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে মেলান্দহ উপজেলার আদিপৈত এলাকায় এই দৃশ্য দেখা যায়।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান জামালপুর মেলান্দহ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় হাসান খান। তবে মায়ের লাশ বহন, জানাজা ও দাফনে অংশগ্রহণের সময় তার হাতকড়া খোলা হয়নি।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে বিজয়ের মা বিউটি হাসান খান (৫৫) অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। তিনি মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. কামরুল হাসান খানের স্ত্রী। মায়ের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। এরপর শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১টা থেকে তিন ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়।

প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় বাড়িতে যান বিজয়। শেষ বারের মত মাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি হাতকড়া পরেই মায়ের লাশের খাটিয়া বহন করেন এবং জানাজা ও দাফনকাজে অংশ নেন। হাতকড়া পরেই তিনি ওজু করেন এবং মায়ের জানাজায় অংশ নেন।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ লাইনের একটি টিম বিজয়কে প্যারোলে বাড়িতে নিয়ে যায়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি নাশকতার মামলায় তিনি গ্রেফতার হয়ে কারাগারে যান।


একুশে সংবাদ// এ.জে

Link copied!