AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিতাসে আ‍‍`লীগের নেতা-কর্মীর সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেওয়ায় বিএনপি নেতাদের বহিষ্কারের দাবি তৃনমূলের


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
১১:১৫ এএম, ২৯ মার্চ, ২০২৫
তিতাসে আ‍‍`লীগের নেতা-কর্মীর সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেওয়ায় বিএনপি নেতাদের বহিষ্কারের দাবি তৃনমূলের

কুমিল্লার তিতাসে ভিটিকান্দি ৬নং ওয়ার্ড বিএনপি শাখা‍‍`র ব্যানারে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলের মঞ্চে আ‍‍`লীগের নেতাকর্মীদের সাথে অংশগ্রহণকারী বিএনপি নেতাদের বহিষ্কারের দাবি জানিয়েছেন দলীয় তৃনমূলের নেতাকর্মীরা। ইতিমধ্যে এ ইফতার মাহফিলে যোগদান করায় এক নেতাকে দল থেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত ২২মার্চ অনুষ্ঠিত উপরোক্ত এ ইফতার মাহফিলের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সরকার, যুগ্ম আহ্বায়ক ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী, সদস্য মো. আলী ও ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম খোকা। ইফতার মাহফিলের আলোচনা সভার মঞ্চে আ‍‍`লীগের হাইব্রিড পদধারী নেতা-কর্মীদের সাথে বিএনপির এ নেতাদের অংশগ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে এবং দাবি তুলেন এ ইফতার মাহফিলে অংশগ্রহণকারী দলীয় নেতাদের বহিষ্কারের।

এঘটনায় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে (২৬ মার্চ) ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম খোকাকে দল থেকে শোকজ নোটিশ দেওয়া হয়।

এদিকে গত শুক্রবার (২৮ মার্চ) অনুষ্ঠিত ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি শাখা‍‍`র ১,২,৩ ও ৪নং ওয়ার্ডের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়াসহ দলের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত হলে সংক্ষিপ্ত আলোচনা সভায় "আ‍‍`লীগের নেতাকর্মীদের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণকারী এসকল বিএনপি নেতাদের" দ্রুত বহিষ্কার এর জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন দলের বিভিন্ন ইউনিটের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসা: রুবি ইসলাম, আব্দুস সালাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফরিদ সরকার, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা জাসাসের আহবায়ক সামির হোসেন, সদস্য সচিব এডভোকেট দেলোয়ার হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফাহিম সরকার, স্বেচ্ছাসেবক দলের নেতা মানিক, শ্রমিকদলের নেতা আবু কালামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।



একুশে সংবাদ// এ.জে

Link copied!