দিনাজপুরের পার্বতীপুর মডেল থানায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) মডেল থানার ওসি মোঃ আব্দুস ছালাম এর উদ্যোগে মডেল থানা চত্ত্বরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান। অনুষ্ঠানের প্রধান আয়োজক পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপি`র সভাপতি এ,জেড,এম রেজওয়ানুল হক,পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন,সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপি`র সিনিয়র সহ-সভাপতি এ,জেড,এম মেনহাজুল হক,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক (চিকিৎসা) ডাঃ আব্দুল আহাদ,জাতীয় নাগরিক পার্টির পার্বতীপুর ফুলবাড়ি প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম,জামায়াতের থানা আমির মোঃ ইউসুফ আলী,সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিব প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে পুলিশের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :