গফরগাঁও উপজেলার কান্দিপাড়া চাকলাদার বাড়ি জামে মসজিদের ঈদগা মাঠ পরিচর্যার কাজ চলছে।
শনিবার (২৯ মার্চ) সেহরির পর ফজরের নামাজ শেষ করে উস্তি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মৃত- আব্দুস সোবহান (খুশির বাপ) এর সুযোগ্য সন্তান সাবেক চেয়ারম্যান আ স ম শাহ আলম সিদ্দিকী, তার ছেলে সামলান সিদ্দিকী শুভ, প্রিন্সিপাল অফিসার (আইটি), রুপালী ব্যাংক পিএলসি., এবং নাতি সৃজন শাহরিয়ার সহ এলাকার বিভিন্ন যুবকদেরকে সাথে নিয়ে মাঠের পরিচর্যার কাজ শুরু করেন। এভাবে দীর্ঘ চার থেকে পাঁচ দিন যাবত ঈদগা মাঠ পরিচর্যার কাজ চলমান রয়েছে।
ঈদগাহ মাঠের পরিচর্যায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পূর্বকান্দি পাড়া চাকলাদার বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো: সোহাগ মিয়া, বর্ষীয়ান মুরুব্বি মুর্শিদ চাকলাদার, মো: মনিরুজ্জামান অরুণ, স্বপন মিয়া, বিশিষ্ট বাবু্র্চি আনিছুর রহমান আনিছ, লামকাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলাম চন্দন, এমদাদ চাকলাদার, মো: অনন্ত, মো: ওবায়দুল হোসেন, মুবাশ্বির হাসান ফুয়াদসহ আরও অনেকে।
উল্লেখ্য, পূর্বকান্দি পাড়া চাকলাদার বাড়ি জামে মসজিদের ম্যানেজিং কমিটির দায়িত্বে রয়েছেন উস্তি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুস সোবহান (খুশির বাপ) এর নাতি, আশরাফুজ্জামান জাহাঙ্গীর, সহকারী শিক্ষক বাঘেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার নেতৃত্বে উক্ত মসজিদের সৌন্দর্য বৃদ্ধির কাজও চলমান রয়েছে। যার মধ্যে মসজিদের অজুখানাসহ আশপাশের সৌন্দর্য বৃদ্ধির ব্যাপক কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। ধারণা করা হচ্ছে এই বছর পূর্ব কান্দিপাড়া চাকলাদার বাড়ি জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের দিন ব্যাপক মুসল্লিদের সমাগম হবে। মসজিদ ও ঈদগাঁ এর উন্নয়নে এলাকার বিভিন্ন হৃদয়বান ব্যক্তি বিভিন্ন ভাবে অর্থায়ন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য কান্দিপাড়া নিবাসী সুদূর আমেরিকা প্রবাসী জনাব সাগর আহমেদ এবং বাগেরগাঁও নিবাসী সুজন ঢালী।
একুশে সংবাদ //এ.জে
আপনার মতামত লিখুন :