মুকসুদপুরে বিএনপির নেতা মজিবুর রহমান আর নেই। তিনি শুক্রবার (২৮ মার্চ) রাত ৯ ঘটিকার সময় মুকসুদপুরের ননীক্ষীর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ মজিবুর রহমান কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা চলাকালীন দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, মুকসুদপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল রোমান, পৌর যুবদলের আহবায়ক মো: সাইফুজ্জামান লিটন শোকাহত পরিবারের সদস্যদের প্রতি শোক ও.সমবেদনা জানিয়েছেন।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :