AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে সেইফটি ট্যাংক থেকে লাশ উদ্ধার


চট্টগ্রামে সেইফটি ট্যাংক থেকে লাশ উদ্ধার

 চট্টগ্রামের পটিয়া নিজ বাড়ির সেইফটি ট্যাংক থেকে নুরুল হক (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার ( ২৮ মার্চ ) বিকেল ৪ টায় । নিহত ব্যক্তি হাঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরবান আলীর বাড়ির বাসিন্দা এবং পেশায় স্ক্র্যাব ব্যবসায়ী ছিলেন।নস্থানীয় সূত্রে জানা যায়, নুরুল হকের সঙ্গে তার ছেলে বাবলুর পারিবারিক কলহ চলছিল। কিছুদিন আগে এই বিরোধের কারণে নিহতের স্ত্রী ও ছেলের বউ বাবার বাড়িতে চলে যান। তবে ঈদ উদযাপনের জন্য তারা বাড়িতে আসছিলো।

গত কয়েক দিন ধরে নুরুল হকের ঘরের সেইফটি ট্যাংক থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। সন্দেহ হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ট্যাংকের ভেতর থেকে লাশ উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, ঘটনার দিন বাবা ছেলের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, বাবলুর মারধরের কারণেই নুরুল হকের মৃত্যু হয়েছে।

প্রতিবেশীরা জানান, দুই মাস আগেও বাবলু তার বাবা মাকে মারধর করেছিল, যা নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশ হয়েছিল। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) তদন্ত আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পটিয়া থানা নিয়ে আসে । পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনা কাউকে আটক করা হয়নি।


একুশে সংবাদ// এ.জে

Link copied!