AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে বিআরটিএর অভিযানে গ্রামীণ ট্রাভেলসকে জরিমানা


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০১:৫৪ পিএম, ২৯ মার্চ, ২০২৫
রাজশাহীতে বিআরটিএর অভিযানে গ্রামীণ ট্রাভেলসকে জরিমানা

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজশাহীতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অন্যান্য বাস কাউন্টারগুলোকে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে।

এছাড়া, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর ঢাকা বাস টার্মিনাল ও আন্তঃজেলা বাস টার্মিনালে অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন জানান, ঈদকে সামনে রেখে যাত্রীদের অধিকার সুরক্ষায় এই সতর্কতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক পরিবহন আইন ৩৪ ধারা অনুযায়ী প্রতিটি বাসে নির্ধারিত ভাড়া প্রদর্শন করে চার্ট টানানোর বাধ্যবাধকতা রয়েছে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

অভিযানে অনলাইনে অতিরিক্ত ভাড়া প্রদর্শনের অভিযোগে রাজশাহী গ্রামীণ ট্রাভেলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, রাজশাহী থেকে রামগঞ্জগামী একটি বাসে গোলাম আজম নামের এক যাত্রীর কাছ থেকে ১,৩৬১ টাকার পরিবর্তে ১,৫০০ টাকা নেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় বাড়তি টাকা ফেরত দেওয়া হয়।

এছাড়াও, আরপি এলিগ্যান্স পরিবহন, সাথি পরিবহনসহ অন্যান্য বাস কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, বিভিন্ন বাস কাউন্টারে বিআরটিএ নির্ধারিত ভাড়া তালিকা চার্ট আকারে টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরের মধ্যে তা না টানালে মনিটরিং টিম পুনরায় অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, যাত্রীসেবায় স্বচ্ছতা ও সুশাসন বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ// এ.জে

Link copied!