নাটোরের লালপুরে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মইদুল ইসলাম (৩৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়।
শুক্রবার (২৮ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ঈশ্বরদী -লালপুর সড়কের গৌরীপুর এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দু`জন আহত হয়। আহত দু`জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন। পথিমধ্যে মইদুল ইসলামের মৃত্যু হয়। নিহত মইদুল ইসলাম উপজেলার চামটিয়া গ্রামের ইউনূসের ছেলে। আহত ব্যক্তি সবুজ (৪২) মহাসিনের ছেলে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :