AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের কেনাকাটা নিয়ে মামার বাড়ি যাওয়া হলো না ৩ ভাইয়ের


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,বরগুনা
০২:১৫ পিএম, ২৯ মার্চ, ২০২৫
ঈদের কেনাকাটা নিয়ে মামার বাড়ি যাওয়া হলো না ৩ ভাইয়ের

ঈদের নতুন পোশাক ও বাজার সদাই দিতে মামার বাড়িতে যাওয়ার পথে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন ভাই প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বরগুনার পাথরঘাটা-ঢাকা সড়কের পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা এলাকায় ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুরা এলাকার নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।

দুর্ঘটনায় মোটরসাইকেল ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৭টার দিকে পাথরঘাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাসটি। সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক মঠবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হন। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে পুলিশ।

বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। আজ শনিবার ভোর রাতে ঢাকা থেকে বাড়িতে এসে পৌঁছান। সকালে ছোট দুই ভাইকে নিয়ে পাথরঘাটার কেরাতপুর নামক স্থানে মামা বাড়িতে বাজার সদাই দিতে যাওয়ার জন্য নিজস্ব মটরসাইকেল রওনা দেন শুভ। পথে দুর্ঘটনার শিকার হন তারা।

পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ঘটনা পরপরই সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ বরগুনা মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বাসটি জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!