নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাউদপাড়া উন্নয়ন সমাজকল্যাণ সমতির উদ্যোগে ১৫০ জন অসহায় ও হত দরিদ্রের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
শনিবার (২৯ মার্চ) দুপুরে সাউদপাড়া উন্নয়ন সমাজকল্যাণ সমতির আয়োজনে সাউদপাড়ায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল, সেমাই, আলু ও সেমাইসহ বিভিন্ন উপকরণ ।
অনুষ্ঠানে পালা নাট্যকার, লোকসাহিত্য সংগ্রাহক ও সাংবাদিক রাখাল বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন আহমেদ খোকন, সাবেক কাউন্সিলর আনিছুর রহমান রতন ।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান খান খোকা, সাউদপাড়া উন্নয়ন সমাজকল্যাণ সমতির সভাপতি মোঃ মুকুল মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির আলম তালুকদার , সাংবাদিক মোঃ মুজিবুর রহমান ও ভুক্তভোগীগণ ।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :