বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ কিশোর আরাফাতের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে শহীদ আরাফাতের পরিবারের হাতে ঈদের উপহার তুলে দিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
শনিবার (২৯ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ছোট বনগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ কিশোর আরাফাতের পরিবারের হাতে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে শহীদ ঈদের উপহার তুলে দিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এ সময় তিনি শহীদ আরাফাতের পরিবারের বিষয় খোঁজখবর নেন। তারপরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ আরাফাতের কবর জিয়ারত করেন।
এ সময় তার সাথে ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৫ অগাস্ট আশুলিয়া থানার সামনে গুলিতে নিহত হয় অষ্টমশ্রেণি পড়ুয়া আরাফাত। তার বাবা স্বপন মুন্সী পেশায় দিনমজুর; মা মায়া বেগম কাজ করেন একটি পোশাক কারখানায়।
সে সময় আশুলিয়ায় বার্ড স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ুয়া আরাফাত বাবা-মায়ের সঙ্গে ঢাকার আশুলিয়ায় বসবাস করতো।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :