AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার গরীব, দুঃখী ও অসহায় ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (২৯ মার্চ)  দুপুর ২টায় ভূজপুর শরিয়তুল উলুম মাদরাসার মাঠে সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জাহেদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইনস্পেকটর মোহাম্মদ নিজাম উদ্দীন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোহাম্মদ কুতুব উদ্দীন চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার মোহাম্মদ মোজাহের মিয়া, মাওলানা মোহাম্মদ মুহিব্বুল্লাহ আমিনী এবং সাবেক সহ-সভাপতি: মোহাম্মদ এমদাদ চৌধুরী, মাওলানা মোহাম্মদ শেখ ইয়াছিন আরাফাত সিকদার, মোহাম্মদ নোমান তালুকদার, মোহাম্মদ আনছার উল্লাহ, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ আনছার, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সৈয়দ আকবর, মোহাম্মদ এমদাদুল হক, মোহাম্মদ সাইমন, মোহাম্মদ মুদ্দাসির, মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ মাহমুদ উল্লাহ, মোহাম্মদ ইয়ার ও মোহাম্মদ ইরফান।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, সয়াবিন তেল, লাচ্ছি সেমাই, নুডলস এবং পেঁয়াজ।

ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদ ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিয়ে, শিক্ষা, চিকিৎসা, বন্যা ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করে আসছে। তারা নগদ অর্থ, শীতবস্ত্র, ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে। সংগঠনটি ২০১৮ সালে উপজেলায় শ্রেষ্ঠ মানবিক ও সামাজিক সংগঠনের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পদক ও প্রশংসাপত্র লাভ করে।

উত্তর চট্টগ্রাম তথা ফটিকছড়িতে ভূজপুর প্রবাসী যুব কল্যাণ পরিষদের আলাদা একটি সুনাম ও পরিচিতি রয়েছে।


একুশে সংবাদ// এ.জে

Link copied!