AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার


সিংগাইরে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল ইসলাম ওরফে সলেমানকে (৬৮)  গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সলেমান উপজেলার সায়েস্তা ইউনিয়নের জিয়ানগর (বান্দাইল) গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে ও ৬ সন্তানের জনক।


শনিবার (২৯ মার্চ)  আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিদা আক্তার নিশ্চিত করেন। সেই সাথে ২২ ধারায় জবানবন্দির জন্য ভিকটিমকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, শিশুটির মেডিক্যাল পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে ভিকটিমের মা বাদী হয়ে তার ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে ৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) ধারায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগে প্রকাশ, গত ২৩ মার্চ সকাল ১১ টার দিকে  ভিকটিম বাড়ির পাশে সলেমান মেম্বারের দোকানে খাবার কিনতে যায়।  আশেপাশে কোনো লোকজন না থাকায় সলেমান শিশুটিকে দোকানের ভিতরে  নিয়ে যৌনাঙ্গে আঙুল প্রবেশ করানোর পাশাপাশি ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে তাকে ভয়-ভীতি দেখিয়ে দোকান থেকে বের করে দেয়। ঘটনার দুই দিন পর ভিকটিমের গোপনাঙ্গে ব্যথা অনুভব হওয়ায় পরিবারের লোকজন টের পান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।  

এদিকে গ্রেপ্তারকৃত আসামি নুরুল ইসলাম ওরফে সলেমানের পরিবার ধর্ষণ চেষ্টার অভিযোগ  অস্বীকার করে বলেন, শিশুটি গ্রাম্য প্রতিবেশী সম্পর্কে তার নাতিন হয়। সামান্য দুষ্টামি করেছে মাত্র, অন্য কিছু নয়।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ ( ওসি) জেওএম তৌফিক আজম বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে একমাত্র আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মামলাটির তদন্ত কাজ সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।

 

একুশে সংবাদ// এ.জে

Link copied!