মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অটো চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে জহির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২৯ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার তন্তর এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ জানান, ভোরে উপজেলার তন্তর এলাকায় স্থানীয় মহসিন মিয়ার (৪২) অটোরিকশাতে যাত্রীবেসে উঠেন ৪ জন। মাঝপথে গলায় ছুরি চালিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান একজন। এ সময় অটোচালকের চিৎকারে আশপাশের লোকজন বাকি ৩ জনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অটোচালকসহ ৩ অভিযুক্তকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। নিহত জহির মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা।
আহত অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। তারা হলেন- মাদারীপুরের কালকিনী এলাকার জাফর (৩২) ও বরিশালের মুলাদি এলাকার আরিফ শিকদার (৩৩)।
ওসি জানান, তারা সকলেই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :