‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর আয়োজনে অনুষ্ঠিতব্য ‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষ্যে গঠিত ‘ঢাকা টিম’-এর সদস্যদের নিয়ে একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ও ঢাকা টিমের প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকু’র সভাপতিত্বে শনিবার, (২৯মার্চ) দুপুরে, রাজধানীর গুলশানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষ্যে এই প্রস্তুতিমূলক বৈঠকে উপস্থিত ছিলেন— ঢাকা টিমের সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, আবদুল মোনায়েম মুন্না, হাবিবুর রশীদ হাবিব, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও সাজু মুনতাসির প্রমুখ।
প্রসঙ্গত, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে আগামী ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :