বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার উদ্যোগে বানারীপাড়া ও উজিরপুরে ইয়াতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্র ও শনিবার (২৮ ও ২৯ মার্চ) এ দুই উপজেলায় ইয়াতিম শিশুদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করে স্থানীয় সংগঠন আশার আলো ফাউন্ডেশন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার উপদেষ্টা সাইদুর রহমান মিঠু,আশার আলো ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: রাশেদুল হাসান মহসিন, উপদেষ্টা মোহাম্মদ আজিজুল মৃধা ও মো: জালিস মাহমুদ, সভাপতি মো: নিয়াজ মাহমুদ তুহিন,সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম,অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ, সেনা সদস্য মিরাজ মৃধা,আমিরুল ইসলাম ছায়িম.মোহাম্মদ নায়িম মৃধা, মো. মাসুম প্রমুখ।
প্রসঙ্গত, সংগঠনটি এর আগে ১২ই রমজান ইয়াতিমদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিল।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :