ময়মনসিংহের নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮ শতাধিক এতিম অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সকাল ১১ টায় দেওয়ানগঞ্জ বাজারে ট্রাস্ট কার্যালয়ে মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো. ওয়ালিউল্লাহর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫শ শাড়ী, ২শ লুঙ্গি,৫০ টি থ্রি পিস ও ৫০ টি মেক্সির কাপড়।এর আগে ১৫০ জন এতিমের মাঝে পায়জামা ও পাঞ্জাবীর কাপড় বিতরণ করা হয়।
মাওলানা সোহাগ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ট্রাস্টের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার, খারুয়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য মেজবাহ উদ্দিন মাষ্টার,নান্দাইল উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মাহমুদ হোসেন মাহমুদ,খারুয়া ইউনিয়ন যুবদলের অন্যতম সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান মাহমুদ বাবুল,ট্রাস্টের কোঅর্ডিনেটর মাওলানা তারিক জামিল,মাহদি হাসান প্রমুখ।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :