চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব ডঃ মোস্তাফিজুর রহমান।
শনিবার (২৯ মার্চ) সকালে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা দেন ডঃ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রহমত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি ও স্বাস্থ্য কেন্দ্রের সকল কনসালট্যান্ট ও মেডিকেল অফিসার।
এসময় ডঃ মোস্তাফিজুর রহমান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকাণ্ডে ভূয়সি প্রশংসা করেন এবং ৫০ শয্যা বিশিষ্ট বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে ১০০ শয্যায় উন্নীতকরণ করতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এবং স্বাস্থ্য কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারীদের তিনি ধন্যবাদ জানান।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :