ময়মনসিংহের নান্দাইলে রমজান মাসব্যাপী বয়স্ক শিক্ষা কেন্দ্রে পাঠদানকারী মুয়াল্লিমদের মাঝে ঈদের হাদিয়া বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুর ১২ টায় দেওয়ানগঞ্জ বাজারে ট্রাস্ট কার্যালয় মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ৫০ জন মুয়াল্লিমের মাঝে প্রায় ২ লাখ নগদ টাকা বিতরণ করা হয়।
ট্রাস্টের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মো: ওয়ালী উল্লাহর সভাপতিত্বে মাওলানা সোহাগ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ট্রাস্টের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার, খারুয়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য মেজবাহ উদ্দিন মাষ্টার, নান্দাইল উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মাহমুদ হোসেন মাহমুদ,খারুয়া ইউনিয়ন যুবদলের অন্যতম সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান মাহমুদ বাবুল,ট্রাস্টের কোঅর্ডিনেটর মাওলানা তারিক জামিল,মাহদি হাসান প্রমুখ।
উল্লেখ্য চলতি রমজান মাসে ৫০ টি বয়স্ক শিক্ষা কেন্দ্রে পাঠদানকারী মুয়াল্লিমদের মাধ্যমে ১২ শতাধিক মানুষ কোরআন শিক্ষা গ্রহণ করেছেন।
ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মো.ওয়ালী উল্লাহ বলেন,বয়স্ক মানুষ যেন কোরআন শিখতে পারে সেইজন্য আমরা নান্দাইলে প্রতিটি ইউনিয়নে ৫০ টি বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করে মুয়াল্লিমদের মাধ্যমে কোরআন শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করে দিয়েছি।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :