পটুয়াখালীর গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান এবং ২০২৪ সালের গনঅভ্যুত্থানের সকল শহীদদের স্বরনে ২৯ মার্চ শনিবার বিকাল পাঁচ টার সময়ে গলাচিপা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গনঅধিকার পরিষদের গলাচিপা শাখার আহবায়ক মোঃ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি মোঃ আবু নাঈম, পটুয়াখালী জেলার যুব অধিকার পরিষদের সহ- সভাপতি মোঃ মহিবুল্লাহ্ এনিম সহ অংঙ্গ সংগঠনের জেলা উপজেলার বিভিন্ন নেতা-কর্মী।
স্বাগত বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, শুভেচ্ছা বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির`র সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন।
ভিপি নূর আরো বলেন, আগামী দেশ পরিচালনায় রাজনৈতিক পরিবর্তনের জন্য মেধা সম্পন্ন ছাত্রদের এগিয়ে আসতে হবে, শুধু তাই নয়, তাদের অগ্রাধিকার ভিত্তিতে রাজনৈতিক মাঠে সুযোগ করে দিতে হবে।
তিনি আরো বলেন, দেশের চলমান পরিস্থিতিতে কিছু সমন্বায়ক পরিচয়ে সরকারি বেসরকারী অফিস গুলোতেও প্রভাব বিস্তার করছে। এধরণের বিশৃঙ্খলা পরিবেশ দূর করে করতে সকলকে দেশের জন্য কাজ করতে হবে। ২৪`শের গনঅভ্যুত্থানের পর দেশের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ এসেছে, এখন আর কাঠাঁল দিয়ে বার্গার আর মিষ্টি কুমোড়া দিয়ে রমজান মাসে বেগুনি খেতে হয়না। গণঅভ্যুত্থানে সকল শহীদ ও আহত বীর সেনাদের স্বরণে দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় ছাত্র নেতা আবু নাঈম, সহ বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে গনঅধিকার পরিষদের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীর পেশার জনসাধারণ অংশ গ্রহন করেন।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :