জামালপুরের ইসলামপুরে নিখোজের একদিন পর ডোবা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। শনিবার দুপুরে উপজেলার চরপুটিমারি ইউনিয়নের চিনারচর নামাপাড়া গ্রামের একটি ডোবা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে নিখোঁজ হয় চিনারচর নামাপাড়া গ্রামের আব্দুল মমিনের ৫বছর বয়সী কন্যা শিশু মোফাসছিরা। অনেক খোজাখুজির পরও শিশুটির সন্ধান না পেয়ে ফায়ারসার্ভিসে খবর দেয় পরিবার ও স্থানীয়রা। ফায়ার সার্ভিসের ডুবুরীরা বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশু মোফাসছিরার মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে খেলার সময় ডোবাতে পড়ে যেতে পারে শিশুটি।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম জানান, শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু মোফাসছিরা। খবর পেয়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শিশু মোফাসছিরার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :