শেরপুর জেলার সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ এর উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।শনিবার(২৯ মার্চ )ইফতারের পূর্ব মূহুর্তে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর ও সজবরখিলা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর সদর উপজেলা পক্ষ থেকে প্রায় দুই শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয় ৷
এসময় জেলা ,উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷
সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুরাদ বলেন, এতিম ও অসহায় পথচারীদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা এবং ছাত্রদল নেতৃবৃন্দের মানবিক প্রচেষ্টাকে প্রশংসা করেছেন তারা ৷
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :