সুলতানি আমলে পুরান ঢাকায় একসময় ঈদ মিছিল হতো। সেই ঐতিহ্য অনুসরণ করে এবার ঈদ আনন্দ মিছিল বের করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে রবিবার রাত সাড়ে ৮টায় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল জামে মসজিদ থেকে শুরু হয়ে গুহ রোড হয়ে স্টেশন ঘুরে চৌমোহনায় এসে সমাবেশে মিলিত হয়।
মিছিলে `এক দুই সাড়ে তিন, রাত পোহালেই ঈদের দিন`, `সেমাই পায়েস ঝাল তবারক, ঈদ মোবারক ঈদ মোবারক`, `বাকা চাঁদে ঈদের আলো, আজকে খুশির শরাব ঢালো, `আসছে ঈদ জ্বলছে হাড়ি ঈদের দাওয়াত আমার বাড়ি, `ঈদের খুশি সবার তরে, ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে`, নতুন রাত, বাঁকা চাঁদ রঙিন হোক ঈদের রাত, `ফূর্তি এলো ঈদের দেশে, ধনী গরিব নির্বিশেষে, ঈদের খুশি, ঈদের সুখে ফুটুক হাসি সবার মুখে` স্লোগানে মুখর ছিল শহরের রাজপথ।
সসমাবেশর বক্তব্য দেন, ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলার সদস্য মাহমুদুল হাসান নাঈম, তালামিযের শাহজাহান আহমদ।
মিছিলে উপস্থিত ছিলেন খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম, ছাত্র মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাহফুজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা তালামিযের সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রায়হান প্রমুখ।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরে ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সম্প্রতি এই সরকারের পক্ষ থেকে হারানো ঈদ মিছিলের ঐতিহ্য ফিরিয়ে আনার কথা বলা হয়। তাই আগামীকালের ঈদুল ফিতর সামনে রেখে ‘সুলতানি আমল কিংবা মোগল আমলের সেই ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে এবার শ্রীমঙ্গলে বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :