AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাতে মুসল্লিদের ঢল


শ্রীমঙ্গলে শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উদযাপিত হয়েছে। শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল শাহী ঈদ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজে মুসল্লিদের ঢল নামে। ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জায়নামাজ হাতে নিয়ে শাহী ঈদগাহ মাঠে আসতে শুরু করেন।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টায় ‍‍`শাহী ঈদগাহ‍‍` মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে শুভেচ্ছা বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেল নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন।

এসময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কমকর্তা, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শাহী ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাতে ইমামতি করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী। দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিট অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন এবং সকাল ৯ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় ঈদগাহর আশপাশ সড়কসহ শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশে সদস্যদের টহলসসহ দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ঈদের নামাজ আদায় শেষে মোনাজাতে রমজানের রোজা, তারাবিহ, কোরআন তেলাওয়াত কবুলের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। গোনাহ মাফের জন্য অনেকেই চোখের পানি ফেলে কাঁদতে থাকেন। আল্লাহর কাছে মৃত প্রিয়জনের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা ছাড়াও ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।

শাহী ঈদগাহ ছাড়া শ্রীমঙ্গল শহর-শহরতলী এবং উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!