পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি মুক্তিযুদ্ধের হাট বাজারে গতকাল বৃহস্পতিবার (০৩এপ্রিল) বিকালে আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার এই স্লোগানে গণঅধিকার পরিষদের ইউনিয়ন কার্যালয় এর অফিস শুভ উদ্বোধন ও পথ সভা করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, এসময় তিনি পানপট্টি লঞ্চঘাট, বোয়ালিয়া বাজারসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অএ ইউনিয়নের জনসাধারণের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পানপট্টি ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন ও পথ সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি দক্ষিণ বঙ্গের তারুণ্যের আইকন নুরুল হক নুর। তিনি পানপট্টি ইউনিয়ন কার্যালয় এর অফিস শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন-পান পট্টিতে আমার এই প্রথম আসা তার পরেও আমাকে না দেখে,না আসার পরেও এই পানপট্টির সাধারণ মানুষ আমায় গভীর ভালবাসা দিয়ে বরন করেছে এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সকল রাজনৈতিক দল তথা সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের কথা বলছি, রাজনীতির গুণগত পরিবর্তনের কথা বলছি এই রাষ্ট্র সংস্কার এবং রাজনীতির পরিবর্তনের অঙ্গীকার নিয়েই গণঅধিকার পরিষদ রাজনীতিতে এসেছে। ২০২১ সালে জনতার অধিকার,আমাদের অধিকার,আমাদের,অঙ্গীকার,দেশ হবে জনতার এই স্লোগান এবং গণতন্ত্র,ন্যায় বিচার,অধিকার এবং জাতীয় স্বার্থ এই ৪টি মূলনীতি নিয়েই গণধিকার পরিষদ তার যাত্রা শুরু করে। তিনি আরো বলেন গণতন্ত্র হলো জনগণ যেন ভোট দিয়ে তার পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারে, নির্ভয়ে যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে ও সংগঠন করতে পারে।
সেই ধরনের একটা পরিবেশ নিশ্চিত করতে হবে,এই ধরনের একটা গণতন্ত্র আমরা চেয়েছি- যে কারনে আমাদের ৪টি মূলনীতি আমরা গণতন্ত্রের কথা বলেছি। ভিপি নূর আরও বলেন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তাহলে গুটি কয়েকজন খারাপ মানুষ লেজ গুটিয়ে পালাবে আর খারাপ মানুষের বিরুদ্ধে ভালো মানুষ গুলো ঐক্যবদ্ধ হতে হবে। গণধিকার পরিশোধ সেই কল্যাণের জন্য কাজ করছেন বলে জানান এবং ঈদ পরবর্তী সকলকে শুভেচ্ছা ও সকলের কাছে দোয়া কামনা করেন ভিপি নুরুল হক নুর।
এসময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কমিটির আহব্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু,মোঃ শাহআলম সিকদার সদস্য সচিব পটুয়াখালী জেলা,এম সোহেল রানা সিনিয়র যুগ্ম-আহব্বায়ক পটুয়াখালী জেলা,মোঃ মশিউর রহমান সাদ্দাম মৃধা যুগ্ম-আহব্বায়ক পটুয়াখালী জেলা,এবং মোহাম্মদ মহিবুল্লাহ এনিম, সহ-সভাপতি যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা,হাফিজুর রহমান মাষ্টার আহবায়ক, গলাচিপা উপজেলা শাখা, মোহাম্মদ জাকির মুন্সি সদস্য সচিব গলাচিপা উপজেলা শাখা, দুদা মেম্বর আহ্বায়ক পানপট্টি ইউনিয়ন, গলাচিপা, আবুল বাসার মৃধা সদস্য সচিব পানপট্টি ইউনিয়ন, গলাচিপা, মোঃ শামিম হাওলাদার আহ্বায়ক যুব অধিকার, মোঃ ইলিয়াস হোসেন সদস্য সচিব যুব অধিকার পানপট্টি ইউনিয়ন,মোঃ বশির হাওলাদার আহ্বায়ক শ্রমিক অধিকার, মোঃ আব্দুল জব্বার মোল্লা সদস্য সচিব শ্রমিক অধিকার পানপট্টি ইউনিয়ন, গলাচিপা, পটুয়াখালী।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ আমির হোসেন।
এছাড়াও উক্ত কার্যালয় এর শুভ উদ্বোধনী ও পথ সভায় পানপট্টি ইউনিয়নের শত শত সাধারণ মানুষের সমাগম হয় এবং ইউনিয়নের সকল মানুষ বলে ভিপি নুরুল হক নুর আমাদের ছেলে আমরা তাকে ভালবাসি এবং ভালবেসে আমরা সবাই তাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ বলে- তাকে দোয়া করেন পানপট্টি ইউনিয়নসহ গলাচিপার সর্বস্তরের সাধারণ মানুষ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :