AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উল্লাপাড়ায় ধান আবাদে পানি সেচে এডাব্লিউডি প্রযুক্তি


উল্লাপাড়ায় ধান আবাদে পানি সেচে এডাব্লিউডি প্রযুক্তি

* যখন পানি দরকার তখন সেচ
* খরচ কম হয় আবাদে
* উৎসাহ আর ব্যবহারে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো (ইরি) ধান আবাদে জমিতে পানি সেচে অলটারনেট ওয়েটিং এন্ড ড্রায়িং (এডাব্লিউ ডি) প্রযুক্তি পদ্ধতি ব্যবহারে সব কিছুতেই সাশ্রয় হয় বলে জানা গেছে। ধান জমিতে দরকার মতো পানি সেচ দেওয়ায় জলাবদ্ধতা হয় না। সেচ বাবদ টাকা খরচ কম হয়। আর ফসলে পোকা লাগে না বলে জানা গেছে।

উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে এ ডাব্লিউ ডি প্রযুক্তি পদ্ধতি বলতে সেচ নির্ভর বোরো ও রোপা আমন ধান জমি দরকার হলে পানি সেচ দিযে ভেজানো ও দরকার কালে শুকানোয় সেচ ব্যবস্থা বলা হয়। এটি নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থা বোঝায়। এ প্রযুক্তি পদ্ধতিতে বোরো ধান আবাদ করা জমিতে পচিশ সেণ্টিমিটার লম্বা ও সাত থেকে দশ সেণ্টিমিটার ব্যাসের প্লাস্টিকের পাইপের পনেরো সেণ্টিমিটার ধান জমিতে মাটিতে পুতে দেওয়া হয়। মাটির নিচে পুতে রাখা পাইপের পনেরো সেণ্টিমিটারে তিনটি ছিদ্র রাখা হয়। এর মাধ্যমে পাইপের ভেতরের পানির স্তর দেখে দরকার মতো জমিতে পানি সেচ দেওয়া হয়ে থাকে। জানা গেছে এ ডাব্লিউ ডি প্রযুক্তি পদ্ধতিতে বোরো ধান জমিতে পানি সেচ বাবদ খরচ কম হয়।

জানা যায়, সেচ নির্ভর বোরো ও রোপা আমন ধান জমিতে সেচের পানি বেশী মাত্রায় হলে ও জমিতে তা বেশী দিন জমে থাকলে ফসলের ফলনে ক্ষতি হতে পারে। এর সাথে ফসলে পোকা লাগা ও তা বেড়ে যেতে পারে।

চলমান বোরো আবাদ মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধান জমিতে এ ডাব্লিউ ডি সেচ প্রযুক্তি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে বড়হর ইউনিয়নের পাগলা দক্ষিণপাড়ায় ও সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি রুয়াপাড়া , দিয়ারপাড়া আবাদী মাঠ এলাকায় বোরো ধান জমিতে এ ডাব্লিউ ডি প্রযুক্তি পদ্ধতিতে পানি সেচ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিনিয়েনস ইন বাংলাদেশ ( পার্টনার ) প্রকল্পে এ ডাব্লিউ ডি প্রদর্শনী প্লট করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলার সলঙ্গা ইউনিয়নের দিয়ারপাড়া মাঠে একটি ব্লকে দুই একর জমিতে পাচ জন কৃষকের একটি দল গঠন করে পরীক্ষামূলকভাবে এ ডাব্লিউ ডি প্রযুক্তি প্রদর্শনী করা হয়েছে। মাঠে আবাদ করা ব্রি ধান ১০২ এর প্রদর্শনী প্লটটি করা হয়েছে। কৃষক পাচজন হলেন তারা সরকার , ফারুক সরকার , তামান্না খাতুন , দেলোয়ারা খাতুন ও সদর আলী।

প্রতিবেদককে কৃষক তারা সরকার বলেন তিনি এবারে প্রায় বারো বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছেন। এর মধ্যে ছয় বিঘা জমিতে এ ডাব্লিউ ডি প্রযুক্তি পদ্ধতিতে জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে। তিনি গত বছর মৌসুমে বিঘা দুয়েক জমিতে এ ডাব্লিউ ডি প্রযুক্তি পদ্ধতিতে পানি সেচ দিয়েছেন। এতে জমিতে পানি সেচ বাবদ টাকা খরচ কম হয়েছে। যখন পানি দরকার তখন সেচ দেওয়া হয়েছে । জমিতে জলাবদ্ধতা না হওয়ায় পোকায় ফসলের ক্ষতি হয়নি বলা চলে। তিনি আরো বলেন এ ডাব্লিউ ডি প্রযুক্তি পদ্ধতি নিয়ে তার এলাকায় আশেপাশের অনেক কৃষকের মাঝে বেশ আগ্রহ দেখা দিয়েছে বলে জানান। অনেকেই এর সবকিছু জানছেন। জমিতে নেমে পুতে রাখা পাইপ দেখছেন।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন উপজেলার বিভিন্ন এলাকার মাঠে সেচ নির্ভর বোরো ধান আবাদে জমিতে এ ডাব্লিউ ডি সেচ প্রযুক্তি পদ্ধতিতে সেচ দেওয়া হচ্ছে। এ ডাব্লিউ ডি সেচ প্রযুক্তি পদ্ধতিতে করা হয়েছে প্রদর্শনী প্লট। এ পদ্ধতিতে কৃষকদেরকে আগ্রহী করতে বিভিন্ন এলাকায় কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশনে করা হচ্ছে। এ ডাব্লিউ ডি প্রযুক্তি পদ্ধতিতে জমিতে পানি সেচে বিদ্যুৎ ও জ্বালানীতে খরচ কম হবে। এতে করে ধান আবাদ উৎপাদনে কম টাকা খরচ হবে।

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!