খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর আস্তানায় ঝটিকা অভিযান চালিয়েছে পুলিশ, নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।
বৃহস্পতিবার রাত ১টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত নগরীর শামসুর রহমান রোডে চলা এই অভিযানে উদ্ধার করা হয়েছে নগদ টাকা, অস্ত্র ও গোলাবারুদ। এ সময় গ্রেনেড বাবুর পিতা, ভাই ও এক ম্যানেজারের মাকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন গ্রেনেড বাবুর বাবা মিন্টু চৌধুরী, ছোটভাই রাব্বি চৌধুরী এবং ম্যানেজার সৌরভ ও সোহাগের মা সুষমা রানী সাহা। অভিযানের সময় মূল লক্ষ্য গ্রেনেড বাবু বাড়িতে না থাকলেও তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে ১টি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি ও ১২ লাখ ১২ হাজার টাকা নগদ।
পরে যৌথবাহিনী গ্রেনেড বাবুর ম্যানেজার সৌরভ ও সোহাগের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে জব্দ করে মাদক বিক্রির ২৬ লাখ টাকা ও ভারতীয় ৪,২৪০ রুপি। এ ঘটনায় সুষমা রানী সাহাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
খুলনা থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেনেড বাবুর ভাই ও বাবাকে আসামি করে মামলা করা হবে। অন্যদিকে, সুষমা রানী সাহাকে মানি লন্ডারিংয়ের মামলায় গ্রেপ্তার দেখানো হবে। গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে ব্যাপক তৎপরতা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :