বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি`র মুকসুদপুর উপজেলার ননিক্ষীর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি`র সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে মুকসুদপুরের ননিক্ষীর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন স্থানীয় বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ননিক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জুবায়ের আল মামুন, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মিয়া, জলিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর, ননিক্ষীর ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক জাকারিয়া শেখ, যুবদল নেতা জাকির হোসেন, নূর নবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, ২৮ মার্চ শুক্রবার রাত ৯ ঘটিকার সময় মজিবুর রহমান কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসা চলাকালীন সময়ে ইন্তেকাল করেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :