বাগেরহাট জেলা বিএনপি নেতা,মোরেলগঞ্জ-শরনখোলা থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন,হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন।
কাজী শিপন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। যাতে করে, কোন দুষ্কৃতকারী, চক্রান্তকারী কিংবা সন্ত্রাসী আপনাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে,কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে আপনাদের কাছে চাঁদা দাবি করে আপনারা তাদেরকে আইনের হাতে তুলে দিন।
বিএনপির কোনো নেতাকর্মীর অনাচারে লিপ্ত হওয়ার সাহস নেই। তারপরও কেউ যদি কোনোভাবে লিপ্ত হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে কেবল সাংগঠনিক ব্যবস্থা নয়, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে বলেও মন্তব্য করেন কাজী শিপন।ইসলাম শান্তির ধর্ম,তাই সকল উৎসব আমরা একে অপরের পরিপুরক হয়ে পালন করবো বলেও জানান তিনি।
শুক্রবার ( ৪ মার্চ) মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বউবাজারে বসন্ত পূজার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তিনি এসব কথা বলেন।
এ সময়ে তার সফরসঙ্গী ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর হোসেন আলম,মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাসেল আল ইমরান,হোগলাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি খেলাফত হোসেন কাজী,কে কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাহারুজ্জামান নিপা সহ স্হানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীবৃন্দ।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :