গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শুক্রবার দিবাগত রাতে ঘটে গেল অলৌকিক ঘটনা।দেখতে অলৌকিক হলেও বাস্তবে কোনো অলৌকিক ঘটনা নয়।
স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, শুক্রবার(৪ এপ্রিল) দিবাগত রাতে ইউনিয়নের হিজল বাড়ি গ্রামের সুখ চাঁদ বাড়ৈর বাঙ্গি ক্ষেতে কে বা কারা ৮ থেকে ১০ফিট গভীর গর্ত করে রেখেছে।
জমির মালিক সুখ চাঁদ বাড়ৈ বলেন, আমার বাড়ির সংলগ্ন (দক্ষিণ পাশে) চারকাঠা জমিতে বাঙ্গী চাষ করছি। পাকা বাঙ্গী বিক্রি করার জন্য সকালে জমিতে গিয়ে দেখি কে বা কারা বিশাল গভীর গর্ত করে রেখেছে। এই গভীর গর্ত দেখে স্থানীয় লোকজনকে খবর দেই।
কেনো এই গভীর গর্ত করে রেখেছে এটা আমি কিছুতেই বুঝতে পারছি না।প্রতিদিন আমার এই জমি থেকে পাকা বাঙ্গি বিক্রি করি, বাঙ্গি গাছগুলো নষ্ট করে এই গর্ত করেছে।
প্রায় দুই টাঠা জুরে এই গর্ত করায় আমার জমির বড় ধরনের ক্ষতি করে রেখেছে।স্থানীয় লোকজনের ধারণা যারা ম্যাগনেটিক পিলারের ব্যবসা করে তারা এই ধরনের কাজ করতে পারে।
ব্রিটিশ আমলে জমির সীমানা নির্ধারণ করার জন্য যে ম্যাগনেটিক পিলার ব্যবহার করা হতো সেই পিলার সংগ্রহ করতেই এই গভীর গর্ত করেছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :