পটুয়াখালীর বাউফলে সামাজিক সংগঠন পিপলস্ রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা তাঁতেরকাঠী মরহুম মেহের আলী সিকদার বাড়ির জামে মসজিদ মাঠে এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব মাহমুদ রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস.এম সিদ্দিকুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ আল মারুফ, ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, মুফতি মহিববুল্লাহ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ এ সংগঠনের পক্ষ থেকে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র, ইফতার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও নও মুসলিম পূনর্বাসন, অসহায় ও প্রতিবন্ধীদের সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষা বৃত্তি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করবে। এ সকল কাজে সকলকে এগিয়ে আসারও আহবান জানান বক্তারা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :