AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গুনিয়ায় একাধিক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮


রাঙ্গুনিয়ায় একাধিক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ১দিনের ব্যবধানে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত এবং আটজন আহত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঘাইছড়ি এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে। সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দিলীপ বড়ুয়া (৬০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি রাঙ্গামাটি কোতোয়ালি থানাধীন গর্জনতলীর বাসিন্দা সুবল বড়ুয়ার ছেলে। এ ঘটনায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নয়ন (২০) ও নিলুপার (৫০) আহত হয়েছেন। তারা উভয়েই রাঙ্গামাটির লংগদুর বাসিন্দা। রাঙ্গুনিয়া মডেল থানার এসআই সুমন কবির মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগের গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের হরিহর-সারাশিয়া সড়কে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেখানেও একটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সাধন বড়ুয়া (৬৫) নিহত হন। তিনি দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া ইউনিয়নের হরিহর বড়ুয়াপাড়ার বাসিন্দা সুকান্ত বড়ুয়ার ছেলে। এই দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী চুনচুনি বড়ুয়া (৬৫), বিদু বড়ুয়া (৬৪), পারভীন আক্তার (৫৫) এবং মোটরসাইকেল চালক বখতেয়ার হোসেন (২১) গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুটি বাহনই সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এইদিকে, একই দিন বৃহস্পতিবার উপজেলার মরিয়মনগর-রানীরহাট ডিসি সড়কের ইসলামপুর ইউনিয়নের নেজামশা পাড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারী (হেল্পার) আহত হয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!