AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুব সমাজের উদ্যোগে কালীগঞ্জে মাদক বিরোধী সচেতনতা ও সাংস্কৃতিক সন্ধা


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০১:১৩ পিএম, ৫ এপ্রিল, ২০২৫
যুব সমাজের উদ্যোগে কালীগঞ্জে মাদক বিরোধী সচেতনতা ও সাংস্কৃতিক সন্ধা

যুব সমাজের উদ্যোগে ঈদ পরবর্তী কালীগঞ্জে মাদক বিরোধী সচেতনতা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে। উত্তর সোম-অলুয়া-টিউরী তিন গ্রামের যুব সমাজ-এ অনুষ্ঠানের আয়োজন  করেন।


শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে যুব সমাজের উদ্যোগে উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তর সোম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে -এ মাদক বিরোধী সচেতনতা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।


মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপি‍‍`র সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক একেএম ফজলুল হক মিলন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- থানা বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক মোঃ খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্জেদিন, জেলা বিএনপির আহবায়ক সদস্য খাইরুল আহসান মিন্টু, থানার যুব বিষয়ক সম্পাদক আব্দুল বাসেদ বাচ্চু, গাজীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, দুদকের সাবেক উপপরিচালক শফিউদ্দিন দেওয়ান, থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, বিএনপি নেতা আব্দুল হান্নান, যুবদল নেতা রুবেল মিয়া, তারিকুল, রানা, প্রিন্সসহ প্রমুখ।


অনুষ্ঠানে শিশু-কিশোর, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের মাঝে মাদকের বয়াবহতা, কুফল ও সচেতনতা সৃষ্টি করার লক্ষে বক্তব্য উপস্থাপন করেন।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!