চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় ধানক্ষেতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন কৃষক শরিফ মিয়া। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৯ টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আলী আরশাদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়একই গ্রামের মৃত মজিদ মুন্সীর ছেলে মিজান মুন্সি তার ধানের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিকফাঁদ পেতে রাখেন। সকালে শ্যালো মেশিন দিয়ে মিজান মুন্সির ধান ক্ষেতে পানি দিতে গেলে শরীফ বিদ্যুৎপৃষ্ট হয়।
এ সময় স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীফের পিতা আলী আরশাদ বলেন, মিজানের ধান ক্ষেতে শ্যালো মেশিন দিয়ে পানি দেয়ার জন্য আমার ছেলে শরীফের সাথে চুক্তি হয়। সকালে শ্যালো মেশিন নিয়ে পানি দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যায় শরীফ। সেখান থেকে মিজান মুন্সী তাকে (শরীফ) উদ্ধার করে তাদের বাড়ীতে নিয়ে যায় এবং আমাদের জানায় শরীফের প্রেসার বেড়ে যাওয়ায় জ্ঞান হারিয়ে ফেলে।
আমরা সাথে সাথে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং জানান বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। শরীফ ৭ মাস আগে বিয়ে করেছে।
এই ঘটনায় নিহত শরীফের স্বজনরা হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালেহ আহাম্মেদ জানান লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :