দিনাজপুরের পার্বতীপুরে ঈদের ছুটিতেও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রেগুলোতে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করা হয়েছে। ইতোমধ্যেই ছুটি কালীন সময়ে ১৪ জন নব জাতকের স্বাভাবিক প্রসব সম্পাদন হয়েছে এবং তাঁরা সুস্থ্য রয়েছে। সেই সাথে অন্যসব সেবাও প্রদান করা হয়েছে।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিকালীন সময়েও প্রসব সেবা এন্টিনেটাল কেয়ার পোস্ট নেটাল কেয়ার সেবা প্রদান করা হয়েছে। এই সব সেবার আওতায় বৃহস্পতিবার (৩ এপ্রিল) চন্ডিপুর মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি স্বাভাবিক প্রসব সম্পাদন হয়েছে। মা ও নবজাতক সুস্থ্য আছে। ঈদ ছুটির মধ্যে উপজেলার রামপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ৭ জন, চন্ডীপুর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ৪ জন, হামিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২ জন ও মোস্তাফাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ১ জনসহ মোট ১৪ জন নব জাতকের স্বাভাবিক প্রসব সম্পাদন হয়েছে। এই নব জাতকেরা বর্তমানে সুস্থ্য রয়েছে। এ ছাড়াও এ সময়ে ৩৬ জনকে এএনসি ও ১১ জনকে পিএনসি সেবা প্রদান করা হয়েছে।
পার্বতীপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদা খাতুনের সাথে কথা হলে তিনি ঈদ ছুটি কালীন সেবা দানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :