“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সংগঠিত হোক মাদকমুক্ত সমাজ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে চালাষ ক্রিকেট একাডেমির আয়োজনে চালাষ প্রিমিয়ার লিগ ক্রিকেট (সিপিএল-২০২৫) এর ১৪তম আসরের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়।
গতকাল সকাল ৯ ঘটিকার সময় ধনবাড়ী সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের শীর্ষ দুই দল “চালাষ সুপার কিংর্স” বনাম "চালাষ জায়ান্ট কিলার" ফাইনালে অংশগ্রহণ করে। টসে জিতে ব্যাট করে চালাষ সুপার কিংস, ১২ ওভারে খেলা হয়, চালাষ জায়ান্ট কিলার সম্ভবত চার উইকেটে জয়লাভ করে। খেলায় চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় চালাষ সুপার কিংর্স।
খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, মোঃ জিয়াউর রহমান উপদেষ্টা শহীদ জিয়া পরিষদ ধনবাড়ী এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম আজিজুর রহমান সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট সুলাইমান হোসেন, মোঃ তাজুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক, মাওলানা আবু সাঈদ, সভাপতি ধনবাড়ী পৌর ওলামা দলসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক ও ক্রীড়া প্রেমিরা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা কমিটির বলেন, দর্শকদের কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছি, অতিথি ও আয়োজক কমিটির সার্বিক সহযোগিতায় চেষ্টা করি প্রতি বছর ক্রিকেট খেলার আয়োজন করার। আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :