কালীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) উপজেলার পৌর এলাকার ঘোড়াশাল ব্রীজের নিচ থেকে ওই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন।
জানা যায়, স্থানীয়রা অজ্ঞাত একটি মরদেহ ব্রীজের নিচে পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ (জিআরপি) লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৮/৩০ হবে। মৃতের মাথায় পাথরের আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান হাত, বাম পা ভাঙ্গা। ধারণা ট্রেনের ধাক্কায় সে নিহত হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জহুরুল ইসলাম প্রতিবেদককে জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর না পেলে ইসলামী জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়রিশ হিসেবে মরদেহ দাফন করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :