AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে এক রাতে ৩ গ্রামে অগ্নিকান্ড


Ekushey Sangbad
লাতিফুর রহমান, ঠাকুরগাঁও
০৪:০৭ পিএম, ৫ এপ্রিল, ২০২৫
পীরগঞ্জে এক রাতে ৩ গ্রামে অগ্নিকান্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক রাতে ৩টি গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি বাড়ি পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ১১টি গরু ও ১৫ টি ছাগল। শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে অগ্নিকান্ডে পীরগঞ্জ উপজেলার বেলদহি গ্রামে ৫ বাড়ি পুড়ে গেছে। দগ্ধ হয়ে মারা গেছে ৬টি গরু। চাপাপাড়া গ্রামে ভস্মিভুত হয়েছে ৫টি বাড়ি। আগুনে পুড়ে মারা গেছে ৫টি গরু ও ১৫টি ছাগল। তাজপুর গ্রামে অগ্নিকান্ডের পুড়ে গেছে একটি বাড়ি। চাপাপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট ও বেলদহিতে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত্র হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও ষ্টেশনের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খেটে খাওয়া মানুষ। সব কিছু পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নীচে বসবাস করছেন।


চাপাপাড়া গ্রামের জবাইদুর রহমান জানান, তার সহ আশপাশের ৫টি বাড়ির সব কিছুই পুড়ে গেছে। নতুন করে ঘড় তোলার সামর্থ নেই তাদের। তারা এখন খোলা আকাশের নীচে বসবাস করছেন।


বেলদহি গ্রামের জিয়াউল হক জানান, তাদের সবকিছুই আগুনে পুড়ে গেছে। সহযোগীতা ছাড়া এই মুহুর্তে তারা উঠে দাঁড়াতে পারবেন না।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, আগুনে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!