AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের ছুটিতেও পিরোজপুরে অব্যাহত পরিবার পরিকল্পনার মা ও শিশু সেবা


ঈদের ছুটিতেও পিরোজপুরে অব্যাহত পরিবার পরিকল্পনার মা ও শিশু সেবা

ঈদের ছুটিতেও পিরোজপুর জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা স্বাভাবিকভাবেই চালু রয়েছে। সরকারি সিদ্ধান্তে এবছর রোজার শেষে ঈদুল ফিতরে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে লম্বা ছুটি ঘোষণা করা হয়। এই দীর্ঘ ছুটি চলাকালেও জেলায় চালু রয়েছে পরিবার পরিকল্পনার সেবা। এতে করে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ পেয়েছেন তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও নিয়মিত পরামর্শ।

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তত্ত্বাবধানে চালু থাকা এসব কেন্দ্রগুলোতে প্রশিক্ষিত মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। বিশেষ করে প্রসবকালীন সেবা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যপরীক্ষা, নবজাতকের পরিচর্যা এবং পরিবার পরিকল্পনা–সংক্রান্ত পরামর্শ ও সেবা দেওয়া হচ্ছে নিয়মিতভাবে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সেবাগ্রহীতারা বলছেন, পরিবার পরিকল্পনা বিভাগের এই সেবা কার্যক্রম ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।

এ বিষয়ে জেলার নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রসব-পূর্ব চেকআপ করাতে এসে সেবাগ্রহীতা হাসিনা বেগম (৩২) বলেন, ঈদের সময় সব জায়গা বন্ধ থাকে ভেবে দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু এখানে এসে সেবা পেয়ে খুব উপকার হয়েছে। এখানকার ডাক্তার আপাও অনেক ভালো আছে। তার ব্যবহারে আমি খুশি হয়েছি।

একইভাবে জেলার মঠবাড়িয়া উপজেলা থেকে রুবেল হোসেন তার স্ত্রীকে চিকিৎসা করাতে নিয়ে এসেছেন পিরোজপুর মা ও শিশু কল্যান কেন্দ্রে। তিনি বলেন, এই ঈদের ছুটির সময়েও ডাক্তার-নার্সদের দেখে অবাক হয়েছি। তাদের আন্তরিক সেবায় আমরা সন্তুষ্ট।

এ বিষয়ে পিরোজপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. হংসুপতি শিকদার জানান, ছুটির সময় মা ও শিশুর জরুরি স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাই ঈদের দীর্ঘ ছুটিতেও আমাদের সকল কেন্দ্র খোলা রেখে সেবা অব্যাহত রাখা হয়েছে, যাতে কেউ অসুবিধায় না পড়ে। আমাদের এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!